১ লাখ পিস ইয়াবাসহ আটক ১
গাজীপুরের মৌচাকে একটি বাসায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর আগে রাজধানীর মতিঝিল থেকে ইয়াবাসহ একজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সহকারী পরিচালক খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মতিঝিল থেকে মাদকদ্রব্যসহ সঞ্জয় নামে একজনকে আটক করা হয়েছিল। তার দেয়া তথ্য অনুযায়ী আজ (বৃহস্পতিবার) সকালে গাজীপুরের মৌচাকে অভিযান চালানো হয়। এসময় প্রায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ‘তাকে (সঞ্জয়) মাদকদ্রব্যসহ ঢাকায় নিয়ে আসা হচ্ছে।’
মন্তব্য চালু নেই