১৯৬৫ সালে বন্ধ হওয়া বাংলাদেশ-ভারত রেল আবার চালু হবে
প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে নতুন করে চালু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল যোগাযোগ। ভারতের সঙ্গে বাংলাদেশের এই রেল লাইনই সংযুক্ত হবে নেপাল ও ভুটানের সঙ্গেও।
এই রেল যোগাযোগ দুইদেশের মধ্যে বাণিজ্য ও পর্যটনশিল্প বৃদ্ধিতে আরো বেশি সহায়ক হবে বলেই মনে করছে সংশ্লিষ্টরা।
১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর বন্ধ হয়ে যাওয়া এই রেলযোগাযোগ আনুষ্ঠানিকভাবে পুনরায় উন্মোচন করা হবে শনিবার হাসিনা-মোদির আলোচনার পর।
যেই রুট দিয়ে রেলগুলো চলাচল করবে সেসব হলো, চিলাহাটি থেকে হলদিবাড়ি, বিড়াল থেকে রাধিকাপুর, বেনাপোল থেকে পেত্রাপোল, রোহানপুর থেকে সিঙ্গাবাদ, শাহবাজপুর থেকে মাহিশ্মশান এবং বুড়িমারি থেকে চেংড়াবান্দা।
এসবের মধ্যে বেনাপোল-পেট্রাপোল এবং বিড়াল-রাধিকাপুর করিডর প্রধানমন্ত্রীর ভ্রমণের সময়ই উদ্বোধন করা হবে। আর অন্যান্য রেলরুটগুলোর মধ্যে চিলাহাটি- হলদিবাড়ি রেলসংযোগের কাজ চলছে। আশা করা যাচ্ছে ২০২০ সালের মধ্যেই সবগুলোর কাজ সম্পন্ন হবে।
এর আগে ২০০৮ সালে ঢাকা ও কলকাতার একটি ট্রেন ‘মৈত্রী এক্সপ্রেস’ চালু করা হয়।
মন্তব্য চালু নেই