১৮ হাজার টাকায় ল্যাপটপ

ভারতের মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান লাভা প্রযুক্তি বাজারে নিয়ে আসলো ল্যাপটপ এবং ট্যাবলেট উভয়ের সমন্বয়ে গঠিত টুইনপ্যাড। টুইনপ্যাডটি সিম কার্ড সমর্থন করে এবং এর ডিসপ্লেকে কি-বোর্ড থেকে আলাদা করে ব্যবহার করা যায়। এই ডিভাইসে স্টাইলাস ব্যবহার করার সুযোগ রয়েছে।

টুইন প্যাডটির ডিসপ্লে ১০.১ ইঞ্চির ডব্লিউএক্সজিএ আইপিএস। ডিসপ্লের রেজুলেশন ১২৮০x৮০০ পিক্সেল। কি-বোর্ডের দিকে এবং বিপরীতে দুভাবেই এই ডিসপ্লেকে ব্যবহার করা যায়।

১.৩ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসরের সঙ্গে টুইনপ্যাডটি রয়েছে ২ জিবি র‌্যাম। ট্যাবটির বিল্টইন মেমোরি ৩২ জিবি। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনটির মেমোরি ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

টুইনপ্যাডটিতে ২ মেগা পিক্সেলের ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরা আছে। এছাড়াও টুইনপ্যাডটিতে সিম ব্যবহার করার সুবিধা রয়েছে।

টুইনপ্যাডে ৭ হাজার ৪০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি রয়েছে।

দুটি মাইক্রো ইউএসবি পোর্টের সুবিধা সহ টুইনপ্যাডটির মূল্য ১৫ হাজার ৯৯৯ রুপি। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় ১৮ হাজার টাকা।



মন্তব্য চালু নেই