১৭৮ বোলারকে বহিষ্কার করলো শ্রীলংকা
বর্তমান সময়ে ক্রিকেটে বোলারদের খুব খারাপ দিন যাচ্ছে। যে কারণে আইসিসি চিন্তা করছে বোলারদের নানাবিধ সুবিধা দেয়ার জন্যে। বোলারদের অবৈধ বোলিং একশনও এ সময়ে চরম আকার ধারণ করেছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে শ্রীলংকা, পাকিস্তান এবং বাংলাদেশের কিছু বোলার অবৈধ বোলিং একশনের জন্যে ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছেন।
একশন ঠিক করে পরবর্তীতে আবার দলে ফিরেছেন। এবার শ্রীলংকান ক্রিকেট লিগে ২০১৪-১৫ সিজনে ১৭৮ জন বোলারকে অবৈধ বোলিং একশনের জন্যে নিষিদ্ধ করেছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড।
ক্লাব এবং স্কুল পর্যায়ের টুর্নামেন্ট গুলোতে এইসব বোলারদের নিষিদ্ধ করা হয়। ৪২ জন বোলার তাদের বোলিং একশন শুধরে আবার ফিরে আসলেও অন্যরা এখনো পারেননি। এর আগে গতবছর পাকিস্তানে ২৯জন বোলারকে অবৈধ ঘোষনা করেছিল সেদেশের ক্রিকেট বোর্ড।
মন্তব্য চালু নেই