‘গ্লোবাল ডে অব সিটিজেন অ্যাকশন’ উপলক্ষে
১৬ মে ডিআরইউতে সিভিক বাংলাদেশের আয়োজনে কনফারেন্স
‘গ্লোবাল ডে অব সিটিজেন অ্যাকশন (Global Day of Citizen Action)’ উপলক্ষে আগামী ১৬ মে শনিবার সকাল সাড়ে ৯ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কনফারেন্স রুমে ‘ফ্রিডম অব এক্সপ্রেশন: দ্য রাইট টু বি হার্ড (Freedom of Expression: The Right to be Heard)’ শীর্ষক এক কনফারেন্স অনুষ্ঠিত হবে।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অবস্থিত আন্তর্জাতিক নাগরিক সংগঠন ‘সিভিকাস: ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন (CIVICUS: World Alliance for Citizen Participation)’ ও ‘সিভিক বাংলাদেশ’ যৌথভাবে এ কনফারেন্স আয়োজন করছে।
মন্তব্য চালু নেই