১৫ মার্চ দেশে থাকছেন না খাদ্যমন্ত্রী

মীর কাশেম আলীর আপিল মামলায় সর্বোচ্চ আদালত নিয়ে এক অনুষ্ঠানে মন্তব্য করার কারণে ১৫ মার্চ দুই মন্ত্রীকে আদালতে তলব করার সিদ্ধান্ত জানার পর প্রতিক্রিয়ায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আদালতের প্রশ্নের জবাব তিনি আদালতের নিয়ম অনুসারেই দেবেন।

তবে ওইদিন তিনি দেশে না থাকার কারণে সশরীর হাজির হতে পারবেন না জানিয়ে আশা করছেন, আদালত আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনার আবেদন গ্রহণ করবেন।

আদালতের প্রতি তার শ্রদ্ধার কথা উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল। গণমাধ্যমে আমাদের প্রতি আদালতের নির্দেশের কথা আমি জেনেছি। কিন্তু এখনো কোনো অর্ডার পাইনি। নিশ্চয়ই খুব শিগগিরই পাবো। তারপর আদালতের নিয়ম অনুসারেই অগ্রসর হবো।

সচিবালয়ে সাংবাদিকদের খাদ্যমন্ত্রী বলেন: আমি একটি কাজে মালয়েশিয়া যাচ্ছি। একটি জরুরি কাজে সেখানে যাচ্চি। জিও (গভর্নমেন্ট অর্ডার) হয়ে গেছে। ফিরবো ১৬ তারিখ।

‘আমাকে নিশ্চয়ই আমার আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনা করতে হবে। তবে আদালতের প্রশ্নের জবাব আমি আদালতের নিয়ম অনুযায়ী দিতে প্রস্তুত,’ বলে জানান মন্ত্রী হওয়ার আগে নিয়মিত আইন পেশায় থাকা কামরুল ইসলাম।



মন্তব্য চালু নেই