১২ স্থলমাইন উদ্ধার, সন্দেহের তীর বিজিপির দিকে
নাইক্ষংছড়ি উপজেলার আশারতলী সীমান্ত থেকে ১২টি স্থলমাইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫০ ব্যাটালিয়ন। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) সীমান্ত সংলগ্ন এলাকায় এসব স্থলমাইন মাটিতে পুঁতে রাখতে পারে বলে ধারণা করছে বিজিবি।
মঙ্গলবার দুপুরে সীমান্তবর্তী ৪৬নং পিলার সংলগ্ন এলাকা থেকে মাইনগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা মাইনগুলো আশারতলী বিওপিতে নিয়ে এসেছে বিজিবি সদস্যরা।
৫০ বিজিবি সূত্রে জানা যায়, আশারতলী বিওপির সুবেদার হাসেম আলীর নেতৃত্বে একটি টহল দল মঙ্গলবার দুপুরে সীমান্তের নো ম্যান্স ল্যান্ড এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় বিভিন্ন জায়গায় মাটিতে পুঁতে রাখা অবস্থায় ১২টি স্থলমাইন উদ্ধার করে সদস্যরা। পরে মাইনগুলো আশারতলী বিওপিতে নিয়ে আসা হয়।
বিজিবির ধারণা, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় এসব স্থলমাইন মাটিতে পুঁতে রাখতে পারে।
মন্তব্য চালু নেই