১,২২২ পিস ইয়াবা, ১১৩ গ্রাম হেরোইনসহ নারী আটক

রাজশাহী: রাজশাহী নগরীর গৌহাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২শ ২২পিস ইয়াবা, ১শ ১৩ গ্রাম হেরোইন, ৬টি মোবাইল সেট, নগদ এক লাখ ১৮ হাজার ৫শ ৭০ টাকা ও বাংলাদেশী পুরাতন ৪শ ৪০ টাকাসহ এ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। আটককৃত ওই নারীর নাম চম্পা বেগম (২২)। সে নগরীর বোয়ালিয়া থানার গৌহাঙ্গা এলাকার টোটন শেখের স্ত্রী।

বৃহস্পতিবার র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব বুধবার রাতে চম্পার বাড়িতে এ অভিযান পরিচালনা করেন। এসময় ১,২২২ পিস ইয়াবা, ১১৩ গ্রাম হেরোইন, ৬টি মোবাইল সেট, নগদ এক লাখ ১৮ হাজার ৫৭০ টাকা ও বাংলাদেশী পুরাতন ৪৪০ টাকাসহ চম্পাকে হাতেনাতে আটক করে। অভিযানের সময় চম্পার স্বামী টোটন শেখ ওরফে টুটুল শেখ পলাতক ছিলো।

এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।



মন্তব্য চালু নেই