১০ রুপির নোটে গান্ধীর ছবি নেই !

দশ রুপির নোট থেকে হঠাৎ হাওয়া ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর ছবি। সম্প্রতি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এ নোট ছেপেছে বলে ধারণা করা হয়।শনিবার এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।

গালি নাগারাজা’র লেখা প্রতিবেদনের শিরোনাম ‘গান্ধীজ ফটো মিসিং ফ্রম রুপি ১০ নোট’। এতে লেখা হয়েছে, গান্ধীর ছবি ছাড়া ওই ব্যাংক নোটটি পোস্ট করা হয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ওয়েবসাইটে। ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এ ছবি প্রকাশ হওয়ার পর ব্যাপক ক্ষোভ দেখা দেয় জনগণের মাঝে।

রিপোর্টে বলা হয়, বিভিন্ন প্রান্ত থেকে নাগরিকরা ফোন করে এর কারণ জানতে চান টাইমস অব ইন্ডিয়ার কাছে। এতে আরও বলা হয়, ১৯৯৬ সাল থেকে ধারাবাহিকভাবে মহাত্মা গান্ধীর ছবি সংবলিত ব্যাংক নোট ছাপছে ও তা প্রকাশ করছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। এর মধ্যে ২০০১ সালে ছাপা হয় ৫ রুপির নোট। ১৯৯৬ সালে ১০ রুপির নোট।

২০০১ সালে ২০ রুপির নোট। ১৯৯৬ সালে ১০০ রুপির নোট। ১৯৯৭ সালে ৫০০ রুপির নোট। ২০০০ সালের নভেম্বরে ছাপে ১০০০ রুপির নোট। এসব নোটে মহাত্মা গান্ধীর ছবি রয়েছে। রয়েছে অশোক স্তম্ভ। রয়েছে জলছাপ।



মন্তব্য চালু নেই