১০ দিনেই শেষ করা উচিত এসএসসি-এইচএসসি পরীক্ষা

১০ দিনের মধ্যেই শেষ করা উচিত এসএসসি ও এইচএসসি পরীক্ষা। কারণ এ পরীক্ষার কারণে এক মাসেরও বেশি সময় ধরে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করা থেকে বঞ্চিত হয়। এমনটাই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত কলেজ অধ্যক্ষদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন। এ সম্মেলনে দেশের বিভিন্ন সরকারি কলেজ, ইনস্টিটিউট, শিক্ষক প্রশিক্ষণ কলেজ, সরকারি আলিয়া মাদরাসাসহ বিভিন্ন কলেজের ২৯৮ অধ্যক্ষ অংশ নেন।

শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, ‘আমাদের এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সমস্যা, অনেক দীর্ঘ সময় নিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এক স্কুলের পরীক্ষা অন্য স্কুলে নেয়া হয়। ফলে কলেজ-স্কুলে ক্লাস করানো যায় না।’

উদহারণ টেনে তিনি বলেন, ‘এবারের এইচএসসি পরীক্ষা ৩ এপ্রিল থেকে শুরু হয়েছে, শেষ হবে আগামী ১০ জুন। এভাবে দীর্ঘ সময় পরীক্ষা চলতে পারে না।’

মন্ত্রী বলেন, ‘আমি মনে করি ১০ দিনের বেশি এসএসসি ও এইচএসসি পরীক্ষা হওয়া উচিত না। আপনারা শিক্ষকদের অভিজ্ঞতা দিয়ে পরিমাপ করবেন, কোন বিষয়গুলো পরিমাপ করলে এসএসসি বা এইচএসসি পাস ধরে নেয়া যায়। এভাবে সাবজেক্ট ভাগ করে পরীক্ষা নেয়া যায়। কম সময়ের মধ্যে কৌশল করে এ পরীক্ষা নিতে হবে। এ জন্য ডেডিকেটেড ও কমিটেড শিক্ষকও দরকার। যিনি সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে পরীক্ষা নিতে পারবেন।’

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইনও।



মন্তব্য চালু নেই