১০৩৫ জনের বিপরীতে এক পুলিশ

দেশে বর্তমানের পুলিশ সদস্যের সংখ্যা এক লাখ ৫৫ হাজার ৯২১ জন। যেখানে এক হাজার ৩৫ জনের বিপরীতে পুলিশ রয়েছে একজন।

বুধবার দশম জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে বাজেট আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সংসদে এ তথ্য দেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে প্রতি ৭৩৫ জন মানুষের বিপরীতে একজন পুলিশ নিয়োজিত রয়েছে পাকিস্তানে রয়েছে প্রতি ৫২৫ জনের বিপরীতে একজন। আমাদের লক্ষ্য রয়েছে দেশে প্রতি ৮০০ জন মানুষের বিপরীতে একজন পুলিশ সদস্য নিয়োজিত করার। আর এই লক্ষ্যে সরকার কাজ করছে। পুলিশের জনবল ও সক্ষমতা বাড়ানোর জন্য নতুন গাড়ি ও আধুনিক ইকুইপমেন্ট প্রয়োজন। অর্থমন্ত্রী ২০১৪-১৫ অর্থবছরের ঘোষিত বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য যে বরাদ্দ রেখেছেন তা যথেষ্ঠ নয়। আমি মন্ত্রীকে অনুরোধ করবো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ আরো ৪০০ কোটি টাকা বাড়ানো হোক।’

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচন পূর্ববর্তী দেশের বিশৃঙ্খল পরিস্থিতিতে আমাদের পুলিশ অত্যন্ত দক্ষতা ও ধৈর্যের সঙ্গে কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। পুলিশের সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে মোট ৩৯টি প্রকল্প চলমান রয়েছে। ২০১৩-১৪ অর্থবছরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাবদ ৭৫৫ কোটি ৫১ লাখ টাকা বরাদ্দ করা হয়। ফ্রেরুয়ারির মধ্যে এই বরাদ্দকৃত অর্থের মধ্যে ৪০৩ কোটি ১৯ লাখ টাকা ব্যয় করা হয়েছে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘পুলিশের জন্য যে বরাদ্দ রাখা হয়েছে এগুলোকে আমি ব্যয় বলি না। এগুলো বিনিয়োগ। পুলিশের জন্য বিনিয়োগ বাড়ালে দেশের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-প্রতিষ্ঠান, সাধারণ মানুষ নিরাপদে থাকবে, শান্তিতে কাজ করতে পারবে। এই বিনিয়োগ যত বাড়বে দেশ ততো ভালো অবস্থায় থাকবে।’

আনসার সদস্যদের সম্পর্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের বর্তমানে ৬০ লাখ আনসার সদস্য রয়েছে। অনেকেই বলেন আনসারদের তো দায়িত্ব পালনে দেখা যায় না। আপনারা দেখেছেন কিভাবে দুর্বিত্তরা রেলের লাইন তুলে ফেলেছে। এই আনসার সদস্যদের নিরলস পরিশ্রম ও দায়িত্ব পালনের কারণে রেলকে আমরা রক্ষা করতে পেরেছি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের আমলে শিল্প পুলিশ, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ গঠন করেছে। পুলিশের বহু দিনের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ইন্সপেক্টর (পরিদর্শক) পদ মর্যাদার পুলিশ সদস্যদের প্রথম শ্রেণীর পদ মর্যাদার কর্মকর্তায় উন্নীত করা হয়েছে।’



মন্তব্য চালু নেই