১০০০ বিড়াল অতিথিকে নিয়ে বিয়ে করলেন যে দম্পতি
সাধারণত সবাই বিয়ের অনুষ্ঠানটা নিজেদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব আর কাছের মানুষদের সঙ্গে কাটাতে চান এবং তা করেও থাকেন। কিন্তু ব্যতিক্রম ঘটালো এক কানাডিয়ান দম্পতি৷ তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করল বিড়াল। এক-দু’টো নয়, ১০০০টা বিড়ালের সঙ্গে। তা পালন করতে তারা পাড়ি দিল সুদূর ক্যালিফোর্নিয়ার মাটিতে। দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে বিড়ালদের বাসভবনেই তারা তাদের এই নতুন জীবনের আনন্দময় সূচনা করল।
ডমিনিক হুসন এবং লুইস ভেরোনিউ-এর প্রথম দেখা হয়েছিল তিন বছর আগে কুইবেকে৷ ভেরোনিউ জানান তাঁরা মেলা-মেশা করতে করতে বুঝতে পারেন যে তাঁরা দুজনেই পশু খুব ভালোবাসেন এবং তাঁদের জীবনের অনেক কিছুই বেড়াল-কুকুরদের সঙ্গে তাঁরা শেয়ার করে নিতে চান৷ এমনকি তাঁদের জীবনের অনেক মূল্যবোধেও একে অপরের সঙ্গে খুব মিল৷ তারপর তাঁরা একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। তাঁরা ২০১২ সালে উত্তর আমেরিকার সর্ববৃহৎ খাঁচাহীন ‘ক্যাট হাউস অফ কিংস’ বেড়াতে যান আর ওখানে গিয়ে তাঁরা মুগ্ধ হয়ে যান৷ তারপরেই ওই জুটি সিদ্ধান্ত নেন ওখানেই তাঁরা বিয়ের অনুষ্ঠান করবেন। তাঁদের ভালোবাসার মানুষদের সঙ্গে নিয়ে৷
ভেরোনিউ বলেন বেড়াল হাউসের প্রতিষ্ঠাতা লিনিয়া বিড়ালদের উদ্ধার করে বিপদ থেকে বাঁচায় তাই তাকে আমার তরফ থেকে প্রচুর ভালোবাসা। এই লিনিয়াই ওই কানাডিয়ান দম্পতির বিয়ের সমস্ত আয়োজন করেন।-কলকাতা২৪
মন্তব্য চালু নেই