১লা বৈশাখের ঘটনা ‘তিন-চারটা ছেলের দুষ্টামি’!

পহেলা বৈশাখে টিএসসির সামনে নারীদের যৌন নিপীড়নের ঘটনাকে ‘তিন-চারটা ছেলের দুষ্টামি’ বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দী এ ঘটনা নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন তা সঠিক নয় বলেও দাবি করেছেন তিনি।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে কয়েকটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

অনেকটা তাচ্ছিল্যের স্বরেই আইজিপি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে হাজার হাজার মানুষের মধ্যে চার-পাঁচটি ছেলে দুই-তিনটা মেয়েকে শ্লীলতাহানি করলো। যাদের সামনে এই ঘটনা ঘটালো সেই পাবলিকরা তাদের কেন ধরল না? পাবলিকই তো তাদের শায়েস্তা করতে পারত। প্রত্যেক নাগরিকের আইনগত অধিকার আছে, তাদের সামনে অপরাধ ঘটলে তারাই অপরাধীদের গ্রেপ্তার করতে পারবে। এতে পুলিশের গ্রেপ্তার করা লাগত না!’

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিপীড়নের শিকার এক মেয়েকে উদ্ধারকারী ছাত্র ইউনিয়নের নেতা লিটন নন্দীর কথা ঠিক নয় দাবি করে আইজিপি বলেন, ‘লিটন নন্দী একেক জায়গায় একেক ধরনের কথা বলেছেন। তবে লিটন নন্দীর কথা ধরে নিলেও দেখা যায়, পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে। লিটন নন্দীর বক্তব্য, পুলিশ লাঠিপেটা করে দুটি মেয়েকে উদ্ধার করে সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে দিয়েছে।’

এরপর একেবারে আঞ্চলিক ভাষায় আইজিপি বলেন, ‘তিন-চারটা ছেলে দুষ্টামি করতাছে, মেয়েদের শ্লীলতাহানি করছে, কেউ আগায়া আসল না, বাকি লোক তাকিয়ে দেখল। একটা লোকও তো বলল না, এই লোকটাকে তারা চেনেন। তারা তাদের বাড়ির পাশের।’

গণমাধ্যমে পুলিশের পক্ষ থেকে সেদিনের ভিডিও ফুটেজ দেয়া হয়েছিল, যাতে দায়ীদের ধরতে জনগণ সহযোগিতা করে। কিন্তু একটি লোকও তথ্য দেয়নি বলে জানান তিনি। তিনি বলেন, ‘এতে শুধু পুলিশকে দায়ী করলে হবে না।’



মন্তব্য চালু নেই