১টাকার পানি খাওয়ার আগে দেখে নিন ! (ভিডিও)

পানি । জীবনের আরেক নাম। জীবনতো বটেই দৈনন্দিন কাজে পানির যে হাজারো ব্যাবহার তাতে পানি ছাড়া একটি মুহূর্ত ভাবাটাই কষ্টকর। মানুষের শরীরে ৫৫ থেকে ৭৮ শতকরা পানি। যা শক্রিয়ে রাখতে দৈনন্দিন ৫ থেকে ৭ লিটার পানির প্রয়োজন হয়।

কাজের প্রয়োজনে যারা বাহিরে থাকেন তাদের পানির উৎস মূলত দোকানের উৎস ব্রান্ডের বা ঝড়ের পানি। তবে দামে স্বস্তা হওয়ায় ঝাড়ের পানিই বেশি ব্যবহার হয়। সহজলভ্য এই ঝাড়ের পানি কতটা স্বাস্থ্য সম্মত তা জানতে রাজধানীর কয়েকটি দোকান থেকে পানি নিয়ে পরিক্ষার জন্য দেয়া হয় পরীক্ষাগারে। এতে যে ফলাফল দেখা গেল তা কতটা ভয়াবহ তা দেখে নিন বেসরকারী টেলিভিশন আরটিভির ভিডিও প্রতিবেদন থেকে।

Hadi_Ul_1353744282_1-9887 hqdefault

ভিডিও:

https://youtu.be/cp9_E45O0Ac



মন্তব্য চালু নেই