হোটেল থেকে উলঙ্গ অবস্থায় তিন মেয়েকে ধরার পর যা ঘটলে জানলে অবাক হবেন
খোদ শহর কলকাতায় বড়সড় মধুচক্রের আসর ভাঙল পুলিশ। হাতেনাতে গ্রেফতার তিনজন মহিলা-সহ ৫ জন। ঘটনাটি ঘটেছে কেষ্টপুর এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে একটি আবাসিক ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। সেখান থেকে অশ্লীল অবস্থায় তিনজন মহিলাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আর কোথায় এভাবে তারা ব্যবসা করছিল কিনা তা খোঁজার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, কিছুদিন ধরেই কেষ্টপুরের বিভিন্ন জায়গায় অবৈধভাবে মধুচক্র চালানো হচ্ছিল বলে খবর আসছিল পুলিশের কাছে। সেই মতো কেষ্টপুরের একটি আবাসনের একটি ফ্ল্যাটে হানা দেয় বাগুইআটি থানার পুলিশ। হাতেনাতে পাকড়াও করে তিন মহিলা ও ২ জন পুরুষকে। ধৃতদের হেফাজতে নিয়ে এই চক্রে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চালাবে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, এভাবে হঠাত করেই বিভিন্ন জায়গায় আরও এহেন অভিযান চালাবে পুলিশ।
মন্তব্য চালু নেই