হোটেলে বসে জ্বর এসে যাচ্ছিল দক্ষিণ আফ্রিকানদের!

বাংলাদেশে সফররত দক্ষিণ আফ্রিকা দলের সময়টা এক অর্থে বাজেই কাটছে। ওয়ানডে সিরিজ হারের পর ড্র হয়েছে সিরিজের প্রথম টেস্ট। আর বড় পরিসরের এই ম্যাচের একটা বড় অংশই বাতিল হয়ে গেছে মৌসুমী বৃষ্টির জন্য।

আর স্বাভাবিক ভাবেই এই বৃষ্টিতে সিরিজের অধিকাংশ সময়ই টিম হোটেলে শুয়ে-বসে কাটাতে হচ্ছে বিদেশী দলটাকে। চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পর সোমবার অবধি রৌদ্রের দেখা পাওয়া যায়নি।

তবে, সেই হতাশার আকাশে কড়া রোদ নিয়ে হাজির হয়েছিল মঙ্গলবার দিনটা। আর বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া টেস্টের আগে এটা বড় প্রাপ্তিই বটে।

রোদ ওঠায় সন্তুষ্ট তাই দক্ষিণ আফ্রিকানরা। দিনের নিয়মিত অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে হাজির হয়ে তেমনটাই জানালেন পেসার মরনে মরকেল।

বললেন, ‘আমরা আনন্দিত যে আজ (মঙ্গলবার) রোদ উঠেছে। আসলে, হোটেলে বসে থাকতে থাকতে জ্বর এসে যাচ্ছিল। অনেকে আবার রুম থেকে বের হয়ে বৃষ্টির মধ্যে ফুটবল খেলছিল। তবে, এখন আমরা টেস্ট খেলার জন্য মুখিয়ে আছি। ড্রেসিংরুমে ক্ষুধার্ত দক্ষিণ আফ্রিকান একাদশ অপেক্ষা করছে।’



মন্তব্য চালু নেই