হেরাথের স্পিন জাদুতে ফলোঅনে ওয়েস্ট ইন্ডিজ

গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথের স্পিন জাদুতে ২৫১ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার দিন শেষে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ৬৭। এখনও ১৬৬ রানে পিছিয়ে আছে দলটি।

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ২ উইকেটে ৬৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ক্যারিবীয়রা। ১৮৫ রানে বাকি ৮ উইকেট হারায় তারা।বাঁহাতি স্পিনের জাদুতে আচ্ছন্ন করে একটির পর একটি শিকার ধরেছেন হেরাথ। ৬৮ রানেই ৬ টি উইকেট তুলে নেন লঙ্কান স্পিনার হেরাথ। ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন ড্যারেন ব্রাভো।

শেষ দিকে কেমার রোচ, জেরোম টেইলর ও দেবেন্দ্র বিশু কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। রোচ ২২ ও টেইলর আউট হন ৩১ রানে। শেষ দিকে ২৩ রানে অপরাজিত ছিলেন বিশু।

হেরাথ ছাড়া ২ দুটি উইকেট নেন ধাম্মিকা প্রসাদ। আর একটি করে উইকেট নেন নুয়ান প্রদিপ ও থারিন্ডু কৌশল।

এর আগে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৪৮৪ রান।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কাঃ প্রথম ইনিংস, ৪৮৪/১০ , ওভার ১৫২.৩ (করুনারত্নে ১৮৬, চান্দিমাল ১৫১, ম্যাথিউজ ৪৮; বিশু ৪/১৪৩, টেইলর ২/৬৫)

ওয়েস্ট ইন্ডিজঃ প্রথম ইনিংস, ২৫১/১০, ওভার ৮২ (ব্র্যাভো ৫০, টেইলর ৩১; হেরাথ ৬/৬৮, প্রসাদ ২/৩৮)

ওয়েস্ট ইন্ডিজঃ দ্বিতীয় ইনিংস, ৬৭/২, ওভার ২৭ ( ব্রেথওয়েট ৩৪, ব্র্যাভো ২০*, বিশু ৬*; হেরাথ ১/১৭)



মন্তব্য চালু নেই