হৃদরোগের ঝুঁকি বাড়ায় দাম্পত্যে মনের অমিল !

দাম্পত্যে যদি মনে মিল না হয়, যদি পরস্পরের প্রতি থাকে আস্থাহীনতা ও বিরূপ মনোভাব, তবে তা বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি! নতুন এক গবেষণায় উটাহ্ বিশ্ববিদ্যালয়ের মনোবিদ ব্রেট উচিনো জানিয়েছেন এই কথা।
বিজ্ঞানীরা প্রায় ১৩৬ জন দীর্ঘ দিন ধরে সংসার করা দম্পতিদের নিয়ে একটি গবেষণা করেন। এই গবেষণায় তারা দেখেন একে অপরের প্রতি মনোভাব তাদের হৃদয়ের উপর প্রভাব ফেলে কিনা। এদের মধ্যে ৩০ শতাংশ দম্পতিদের মধ্যে একে অপরের প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে এবং বাকী ৭০ শতাংশ দম্পতির মধ্যে একে অপরের প্রতি মিশ্র প্রকৃতির মনোভাব পরিলক্ষিত হয়েছে। একে গবেষকেরা “মনের মিল নেই” বলে উল্লেখ করেছেন। এই গবেষণায় তাদের কোলেস্টেরল ও রক্তে শর্করার মাত্রাও পরীক্ষা করা হয় এবং অন্যান্য দৈনন্দিন অভ্যেস যেমন শরীরচর্চা, ধূমপানের অভ্যাস ও খতিয়ে দেখা হয়।
গবেষকেরা দেখেন যে যেসব দম্পতির মাঝে মনের মিল নেই এবং যারা পরস্পরের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেন, তাদের ধমণীতে অতিরিক্ত ক্যালসিয়াম উত্থাপন হয় এবং এই দম্পতিদের মধ্যেই হৃদরোগের ঝুঁকি সবচেয়ে বেশি। এথেকেই তারা জানিয়েছেন স্বামী-স্ত্রীর মাঝে মনের অমিল সম্পর্কের ভাঙনের মতো হৃদয়ের স্বাস্থ্যেও চিড় ধরাতে সক্ষম।



মন্তব্য চালু নেই