হুয়াওয়ের নতুন ফোন
চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে জি সিরিজে নতুন একটি ফোন অবমুক্ত করেছে। ফোনটির মডেল জি৯ প্লাস। এই ফোনটি মেটাল বডির।
ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। চীনের বাজারে গোল্ড, সিলভার এবং রোজ গোল্ড কালারে ফোনটি পাওয়া যাবে।
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত এই ফোনটিতে আছে ২ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর রয়েছে। এতে আছে ৩ জিবি র্যাম।
ডুয়েল সিমের এই ফোনটিতে অ্যানড্রয়েড ৬.০ মার্সম্যালো অপারেটিং সিস্টেম চালিত।
জি৯ প্লাস ফোনটির বিল্টইন মেমোরি ১৬ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
এর রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। রিয়ারে আছে এলইডি ফ্লাশগান।
নেটওয়ার্ক কানেকটিভিটি হিসেবে ফোনটিতে আছে ফোরজি, এলটিই, থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস। এর ব্যাটারি ৩৩৪০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের।
মন্তব্য চালু নেই