হুমকির মুখে নথখোলা ব্রিজ
টাঙ্গাইলের বাসাইল উপজেলার উপর দিয়ে প্রবাহিত ঝিনাই নদীর ভাঙনে নথখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু অংশ নদীতে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে টাঙ্গাইল-বাসাইল সড়কের নথখোলা ব্রিজটিও। এ ব্রিজ ধসে পড়লে টাঙ্গাইলের পূর্বাঞ্চলের সঙ্গে জেলা শহরের কয়েকটি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।
স্থানীয়রা গাছের গুঁড়ি ও বস্তা ফেলে ভাঙন রোধে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ, বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী শহিদুল ইসলামসহ অন্যরা। সরকারিভাবে এখনও ভাঙনরোধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
স্থানীয়রা জানান, রোববার রাতে নথখোলা এলাকায় হঠাৎ করে ঝিনাই নদীর ভাঙন শুরু হয়। রাতেই স্থানীয়রা ভাঙনরোধে চেষ্টা চালিয়ে যায়। এ ভাঙনের ফলে নথখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারসহ বিদ্যালয়ের কিছু অংশ নদীতে পড়ে যায়। এর পাশেই রয়েছে টাঙ্গাইল-বাসাইল সড়কের নথখোলা ব্রিজ।
এ ব্রিজটি ভেঙে পড়লে টাঙ্গাইলের পূর্বাঞ্চলের সঙ্গে বাসাইল ও সখীপুর উপজেলাসহ মির্জাপুর, কালিহাতী, ঘাটাইল, ময়মনসিংহের ভালুকা, ফুলবাড়ি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। ওইসব এলাকার লাখ লাখ মানুষ পড়বে বেকায়দায়।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
মন্তব্য চালু নেই