হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়কসহ ছয়জনের বিচার শুরু
সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা মডেল থানায় দায়ের করা একটি মামলায় হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়ক অধ্যাপক মহিউদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এরমধ্যে আনুষ্ঠানিকভাবে এ মামলার বিচার শুরু হলো।
এ মামলায় সাক্ষ্যের জন্য ২৪ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত কামরুল হোসেন মোল্লা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
উল্লেখ্য, ২০১০ সালে উত্তরা মডেল থানায় এ মামলাটি দায়ের করা হয়।
মন্তব্য চালু নেই