‘হিন্দু ধর্ম গ্রহণ’ বিতর্কে যা বললেন তসলিমা
‘হিন্দু ধর্ম গ্রহণ’ নিয়ে নিয়ে অনলাইনে প্রচারনার মুখে প্রতিক্রিয়া দেখিয়েছেন বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। ফেসবুক স্টাটাসে কারো নাম উল্লেখ না করে তিনি বলেছেন কারা এসব ছড়াচ্ছে তা আমি জানিনা তবে অনুমান করতে পারি।
তাঁর দাবি ২৫ বছর ধরে তার বিরুদ্ধে এসব লেখালেখি চলছে। পাঠকদের জন্য তার স্টাটাসটি হুবহু তুলে ধরা হলো।
খবরে দেখলাম আমি নাকি হিন্দু ধর্ম গ্রহণ করেছি। এর আগে খবর করা হয়েছে আমি নাকি নামাজ রোজা ধরেছি, বোরখা পরছি। কিছুই নতুন নয়। বলছি আমাকে নিয়ে এসব লেখালেখি কিছুই নতুন নয়। পঁচিশ বছর ধরে হচ্ছে। এরকমও তো খবর বের হয়েছে, আমি নাকি ভারতের চর, র’য়ের এজেন্ট।
একসময় রকমারি পুরুষের সঙ্গে আমাকে জড়িয়ে কী সব কুৎসিত কথা ছাপাতো। এখনও ছাপায়, এখনও আমাকে রেহাই দিচ্ছে না ওরা। ওরা কারা আমি জানি না, কিন্তু অনুমান করতে পারি।
ওরা তারাই যারা মনে করে ‘মেয়েমানুষ মজা করার জিনিস’, তাদের নিয়ে যা ইচ্ছে তাই বলা যায়, লেখা যায়। আসলে ওদের বড় রাগ আমার ওপর। কেউ কেউ বলে ধর্মটা নিয়ে না লিখলে সব নাকি ঠিক ছিল। ধর্মটা মানে ইসলামটা।
মন্তব্য চালু নেই