হিন্দু ধর্মে আঘাত হানায় সানির বিরুদ্ধে এফআইআর

‘পিকে’-এর পর এবার ধর্ম-সংকটে সানির “মহল্লা আসি”। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলর। কট্টর হিন্দুত্ববাদীদের মতে, এই ছবিতে আঘাত করা হয়েছে হিন্দু ধর্মের ভাবাবেগকে। হিন্দু ধর্মের পীঠস্থান বারাণসীকে কলুষিত করা হয়েছেও বলে অভিয়োগ তাঁদের। তাই ছবির অভিনেতা সানি দেওয়াল ও পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল ‘সর্বজন জাগ্রতি সংস্থা’। বারাণসীর বেলুপুর পুলিশ স্টেশনে এই অভিযোগ দায়ের করা হয়েছে।

কাশিনাথ সিং-এর লেখা উপন্যাস “কাশি কা আসি” অনুকরণে তৈরি করা হয়েছে ‘মহল্লা আসি”। যা হিন্দুদের নৈতিকতার ভালো মন্দ তুলে ধরেছে, পাশাপাশি বারাণসীর দারিদ্র্যতাও উঠে এসেছে ছবির বিষয়ে। কোনওরকম রাখঢাক না করেই সত্যিটিকে তুলে ধরেছিলেন লেখক৷ সাহসী পরিচালকও তা পর্দায় তুলে ধরতে পিছপা হননি৷ আর তাতেই বেধেছে গোলমাল৷ অপ্রিয় সত্যি সামনে চলে আসায় ক্ষিপ্ত ‘সর্বজন জাগ্রতি সংস্থা’র বহু সমর্থক৷

ছবিতে সানি দেওল ছাড়াও রয়েছেন সাক্ষী তনওয়ার ও রবি কিষণ৷এই ঘটনার ফলে ছবির মুক্তি আরও জটিলতার সামনে পড়তে পারে বলে আশংকা কোনও কোনও মহলের৷

সৌজন্যে: কলকাতা২৪



মন্তব্য চালু নেই