হিন্দুদের ওপর হামলাকারীরা কাপুরুষ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুর ইসলাম বলেছেন, ‘আমি খুব ব্যথিত, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা হয়। তাদের বাড়িঘরে আগুন দেয়া হয়। ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস করা হয়। যারা এ হামলা করে তারা কাপুরুষ। তাদের বাংলাদেশের মাটিতে ঠাঁই হবে না।’
শনিবার বিকেলে রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমীর র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ দেয়া আছে, যারা হিন্দুদের ওপর হামলা করে, তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। বাংলাদেশ সব নাগরিকের, এখানে বিভাজন করে হিন্দুদের বাড়ি দখল করবেন, তা হবে না। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সকলের। এখানে কোনোভাবে সাম্প্রদায়িক চিন্তা বাস্তবায়ন করতে দেয়া হবে না।’
পরে জন্মাষ্টমীর র্যালি উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। এসময় আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দশগুপ্ত, সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, সংসদ সদস্য হাজি সেলিম প্রমুখ।
র্যালিটি পলাশি মোড় থেকে শুরু হয়ে শহীদ মিনার, দোয়েল চত্বর, পল্টন, গুলিস্তান হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়।
মন্তব্য চালু নেই