হিজড়ার কামড়ে রিকশাচালক রক্তাক্ত

শ্রীমঙ্গলে শিপন মিয়া (৩৮) নামে এক রিকশাচালককে কামড়ে রক্তাক্ত করেছে এক হিজড়া। অচেতন অবস্থায় তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার চোখের ওপর চারটি সেলাই দিতে হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শ্রীমঙ্গল পৌর শহরের হবিগঞ্জ রোডের মানিকচাঁদ মিষ্টান্ন ভাণ্ডারের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীমঙ্গল পৌর শহরের হবিগঞ্জ রোড থেকে যাত্রী নিয়ে মানিকচাঁদ মিষ্টান্ন ভাণ্ডারে যান শিপন মিয়া। যাত্রী মিষ্টি কেনার জন্য দোকানের ভেতর গেলে বাইরে অপেক্ষা করতে থাকেন তিনি। এ সময় কয়েকজন হিজড়া রিকশায় উঠে তাকে স্টেশন যাওযার জন্য বলে। কিন্তু যাত্রী থাকায় তিনি যেতে পারবেন না বলে জানালে এক হিজড়া তার পকেট থেকে টাকা নিয়ে যায়। এ সময় বাধা দেয়ার চেষ্টা করলে শিপন মিয়ার চোখের ওপর কামড় দিয়ে বসে এক হিজড়া। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হিজড়ারা পালিয়ে যায়।



মন্তব্য চালু নেই