হিংসা দিয়ে সব কাজ হয় না: সোনম কাপুর

‘অসহিষ্ণুতা’ হোক কিংবা ‘অ্যাওয়ার্ড ওয়াপসি’- বলিউড তারকারা তাদের মতামত প্রকাশ করেন খোলাখুলি ভাবেই৷ গ্ল্যামার দুনিয়ায় নিয়মকানুন সাধারণ জগতের থেকে একটু আলাদা হলেও, সবার উপরে তারা এই দেশের নাগরিক আর তাই দেশের ভাবমূর্তি যখন নষ্ট হতে বসে, তখন তারা চুপ করে থাকেন না৷ সাম্প্রতিক জেএনইউ কাণ্ড নিয়ে কথা বলেছিলেন বলিউড অভিনে অনুপম খের৷ এবার সেই তালিকায় যুক্ত হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুরও৷ বললেন, হিংসা দিয়ে সব কাজ হয় না৷

আফজল গুরুর ফাঁসির বিরোধিতা করে জেএনইউ ছাত্রদের এক সভার আয়োজন করে৷ তার বিরোধিতা করেছিল আর এক ছাত্রদল৷ ছাত্রদের এই পরস্পর বিরোধিতাকে হাতিয়ার করে যেভাবে গোটা দেশের রাজনৈতিক মহল দ্বিধাবিভক্ত হয়ে উঠেছে, যেভাবে দেশপ্রেমের ধারণাতেই নাড়া পড়েছে তা কোনো ভাবেই কাঙ্ক্ষিত নন মনে করছেন দেশের সুনাগরিকরা৷

বলিউড তারকারাও তার ব্যতিক্রম নন৷

অনুপম খের সরাসরি ছাত্রদের সমালোচনা করে জানিয়েছিলেন, রাজধানীতে বসে ‘আজাদি’ স্লোগান শুনে তিনি বেশ ভীতই৷ জানিয়েছিলেন, বাকস্বাধীনতার সুযোগ নিয়ে দেশের ঐক্য কেউ নষ্ট করতে পারেন না৷ সোনম অবশ্য সরাসরি সমালোচনার রাস্তায় হাঁটেননি৷ কিন্তু এই পরিস্থিতি যে বাঞ্ছনীয় নয়, তা তার কথাতেই স্পষ্ট৷ ‘আমরা মহাত্মা গান্ধীর দেশে বাস করি৷ সারা পৃথিবীর সামনে আমরা নমুনা স্থাপন করেছি৷ যে কোনো কাজ করতে হিংসাই একমাত্র পথ নয়’, বলেন সোনম৷

সম্প্রতি মুক্তি পেয়েছে তার ছবি ‘নীরজা’৷ এ ছবিতে সাহসীনি মৃত্যুঞ্জয়ী ফ্লাইট অ্যাটেনডেন্ট নীরজা বানোতের চরিত্রে অভিনয় করেছেন তিনি৷ এ ছবিও প্রশ্ন করা নয়, আঙুল তোলা নয়, বরং নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালন করার বার্তাই দেয়৷



মন্তব্য চালু নেই