হাসিনা-মোদি আলাপে শুধুই কি ক্রিকেট?
কী কথা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর? শুধু কি ক্রিকেট বন্দনা? নাকি আরও কোনো কথা হয়েছে তাঁদের মধ্যে? শুক্রবার সকালে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ফোন করার খবর ছড়িয়ে পড়লে উৎসুক সাধারণ মানুষের মনে ঘুরে ফিরেই উঁকি দিচ্ছে এমন অনেক প্রশ্ন।
যথার্থ কারণও আছে বৈকি। কদিন আগে ভারত ঘুরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ভারত-যুক্তরাষ্ট্রের অনেক দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কফি কাপে চুমুক দিতে দিতে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ সম্পর্কে কোনো কথা হয়নি, তা বলা যাবে না। কিন্তু ওবামা ফিরে যাওয়ার পর মোদি সরকারকেও এ ব্যাপারে কিছুই বলতে শোনা যায়নি। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও অনেকটা নিশ্চুপ ছিল নয়াদিল্লি। অবশেষে শুক্রবার শেখ হাসিনকে মোদির ফোনের পর নানা গুঞ্জন উঠতেই পারে। তবে কী দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নয়া দিল্লির কোনো বার্তা পৌঁছে দিলেন মোদী?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক গোবিন্দ চক্রবর্তীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে রাজনীতি কথা হতেই পারে। এটা অসম্ভব কিছু নয়। তাছাড়া আমরা অনেক দিন পর পাড়া প্রতিবেশিদের সঙ্গে কথা বলে কত কথাই জানতে চাই। মোদীও শেখ হাসিনার কাছে জানতে চাইতে পারেন। এ নিয়ে মন্তব্য করার কিছু নেই।’
আওয়ামী লীগ নেতারা অবশ্য উড়িয়ে দিচ্ছেন রাজনৈতিক আলাপের বিষয়টি। দলটির উপদেষ্টা পরিষদের প্রবীণ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমাদের ছেলেরা বিশ্বকাপ ক্রিকেটে খেলতে গেছে। প্রধানমন্ত্রী তাদের অভিভাবক। প্রতিবেশী বন্ধু হিসেবে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে ফোন করে ক্রিকেটারদের জন্য মঙ্গলকামনা করতেই পারেন। এটা তো সৌজন্যবোধের অংশ। আর রাজনৈতিক কোনো আলাপ হলে তো সবাই জানতো।’
প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী বলেন, ‘টেলিফোন আলাপে প্রধানমন্ত্রী ও মোদীর সঙ্গে পারস্পরিক কুশলাদিসহ বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে।’
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেসসচিব আশরাফুল আলম খোকন জানান, নরেন্দ্র মোদি তাঁর টুইটার অ্যাকাউন্টে লেখেন, যেসব দেশ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অংশ নিয়েছে, সেসব দেশের সরকারপ্রধানদের মাধ্যমে দলগুলোকে শুভকামনা জানানো হবে। এর পরিপ্রেক্ষিতে এ ফোনালাপ।
মোদির টুইটার থেকে জানা যায়, মোদি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সিরিসেনাকেও ফোন করেছিলেন।
মন্তব্য চালু নেই