হাসিনা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রায় সাড়ে তিনঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ওই স্থানে ডাম্পিংয়ের কাজ শুরু হয়েছে চলছে। কোথাও আগুন জ্বলছে কিনা তা দেখা হচ্ছে।

সেখানে আদা, মরিচ, রসুন, পেঁয়াজ, সিগারেটের দোকান ছাড়াও ছিলো বেশ কয়েকটি লেপ তোষকের দোকান। পাশাপাশি ছিলো হলুদ-মরিচ গুঁড়া করার মিল ও খাবার হোটেল।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌনে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট ও স্থানীয় লোকজন প্রায় সাড়ে তিনঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার খবর পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

এর আগে রোববার রাত পৌনে ৮টার দিকে হাসিনা মার্কেটে এই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।



মন্তব্য চালু নেই