হাসিনা তার বাবার আইনও মানেন না : সানাউল্লাহ মিয়া

শেখ হাসিনা তার বাবার আইনও মানেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

রোববার সুপ্রিম কোর্ট চত্বরে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত কালো পতাকা মিছিল শেষে সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সানাউল্লাহ মিয়া বলেন, ‘শেখ মুজিবুর রহমান বিচারপতিদের অপসারণের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দিয়েছিলেন কিন্তু তার কন্যা শেখ হাসিনা বাবার আইন না মেনে অভিশংসন ক্ষমতা সংসদের হাতে দিয়েছেন।

অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া অবিলম্বে অভিশংসন আইন বাতিলের দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘ষড়যন্ত্র করে ক্ষমতায় থাকার জন্য সরকার ‍সংবিধানের ষোড়শ সংশোধনী করেছে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘সুপ্রিম কোর্টসহ সকল আদালত সরকার রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করছে।’

ষোড়শ সংশোধনী বাতিল না হওয়া পর্যন্ত আইনজীবীরা সংগ্রাম করে যাবেন বলে জানান এ আইনজীবী নেতা।

সুপ্রিম কোর্ট বারের সহসভাপতি এম খালেদ আহমেদের সভাপতিত্বে সমাবেশে অ্যাডভোকেট সাইফুর রহমান, খন্দকার রেজাউল করিম, এ বি এম তালুকদার হোসেন রাজা বক্তব্য রাখেন।



মন্তব্য চালু নেই