হাসিনা-খালেদা মোদির আর্শীবাদ পেতে ব্যাকুল

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, আওয়ামী লীগ তেল, গ্যাস, বিদ্যুৎ দিয়ে ভারতকে খুশি রেখে ক্ষমতা টিকিয়ে রাখতে চায় আর বিএনপি মোদির পায়ে ধরে ক্ষমতায় আসতে চায়। জনগণের কথা চিন্তা না করে মোদির আর্শীবাদ পাওয়ার জন্য হাসিনা-খালেদা উঠে পড়ে লেগেছেন।

সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্র ফেডারেশনের দ্বিতীয় কাউন্সিল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ-বিএনপিকে উদ্দেশ্য করে সাকি বলেন, ‘মোদি নয় জনগণের কথা ভাবুন। তা না হলে জনগণ আপনাদেরকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামাবে। তখন কিন্তু মোদি আপনাদেরকে রক্ষা করতে পারবে না। তার প্রমাণ আমাদের স্বাধীনতা সংগ্রাম।’

জোনায়েদ সাকি বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস অনেক পুরনো। স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বস্থানীয় এ দলটি তাদের অতীত ভুলে গিয়ে বর্তমানে লুটপাটের রাজনীতি শুরু করেছে। শুধু তাই নয় যুদ্ধাপরাধীদের বিচারের সময় ক্ষেপণ করে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে। তারা শুধু যুদ্ধাপরাধীদের বিচার করে জামায়াত-শিবিরের রাজনীতি পবিত্র করতে চাইছে।’

সম্মেলন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক জিয়াউল হক, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক শ্যামলী শীল, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সৈকত মল্লিক, জবি ছাত্র ফেডারেশনের সম্মেলন সভাপতি তাহমিদা ইসলাম তানিয়া প্রমুখ।



মন্তব্য চালু নেই