হাসিনার অবস্থান দেখাতে নির্বাচন চায় বিএনপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান দেখাতে সুষ্ঠু নির্বাচন দেয়ার দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেছেন, ‘ক্ষমতার বড়াই দেখানোর আগে একবার সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখুন আপনার অবস্থানটা কোথায় রয়েছে।’

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের আস্ফালনে সরকার টিকে থাকতে পারবে না’ বলে হুঁশিয়ার করে রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘সরকারের মন্ত্রী-এমপিরা যতই আস্ফালন করুক, যতই হত্যা, গুম ও অপহরণ করুক না কেন তাদের পতন অনিবার্য। তাসের ঘরের মতো তাদের সাজানো ঘর ভেঙে পড়বে।’

‘মোদি সরকার মনমোহনের চেয়েও কট্টর আওয়ামী লীগের সমর্থক’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের এমন বক্তব্য উল্লেখ্য করে তিনি বলেন, ‘তার বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক আস্ফালন ছাড়া কিছু নয়। কারণ তারা এখন রাজনৈতিক আস্ফালনের মধ্যে দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়।’

নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘শুধু মুখে বড় বড় কথা বললে হবে না। আমরা যদি শুধু মুখে বড় বড় কথা বলি তাহলে আন্দোলন রাজপথে যাওয়াতো দূরের কথা, আন্দোলন শুরুই হবে না। তাই কথা বলার চেয়ে কাজ বেশি করতে হবে।’

সেমিনারে সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আযম খান, ব্যারিস্টার পারভেজ প্রমুখ।



মন্তব্য চালু নেই