হাসিনাকে ‘রাষ্ট্রপতি’ বললেন মোদি (ভিডিও)

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুল করে রাষ্ট্রপতি বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গতকাল সোমবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বক্তব্য প্রদানকালে ভারত ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক স্থল সীমান্ত চুক্তির প্রসঙ্গে বলতে গিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্রপতি বলে উল্লেখ করেন মোদি।

মোদি বলেন, “গত সেপ্টেম্বরে আমি বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছিলাম। আমি তাকে বলেছিলাম আমার ওপর আস্থা রাখেন এবং আমাকে কিছুটা সময় দেন। তিনি (শেখ হাসিনা) আমাকে বলেন আপনার ওপর আস্থা রাখা ছাড়া আমার আর কী করার আছে! আমরা চুক্তি স্বাক্ষর করি এবং গত ১ আগস্ট স্থল সীমান্ত চুক্তির চূড়ান্ত সমাধান হয়।”

modi

অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী হিন্দিতে প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট বক্তব্য রাখেন। তার বক্তব্যের ৪৫ মিনিটে স্থল সীমান্ত চুক্তির প্রসঙ্গে মোদি শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্রপতি বলে উল্লেখ করেন।

মোদির বক্তব্য শুনতে প্রায় ৫০,০০০ লোক সমাগম হয়েছিল।

odi

ভিডিও দেখতে ক্লিক করুন।

https://youtu.be/osYhYCxuHTg



মন্তব্য চালু নেই