হাসিনাকে মোদির চিঠি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন। ঢাকায় সফররত দেশটির নতুন পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে চিঠিটি হস্তান্তর করেন।

সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।

শামীম চৌধুরী বলেন, ‘ভারতের পররাষ্ট্র সচিব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন। চিঠিতে নরেন্দ্র মোদি বলেছেন- আমি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি বাংলাদেশ সফরের জন্য। শেখ হাসিনাকেও ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে মোদি বলেছেন- আপনার সফরের জন্যও আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি।’

শামীম চৌধুরী আরো বলেন, ‘নরেন্দ্র মোদির চিঠি পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- উনি (নরেন্দ্র মোদি) কবে আসবেন? আমরাও সেই অপেক্ষায় আছি। এসময় ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন- শিগগিরই ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন।’



মন্তব্য চালু নেই