হাসান আজিজুল হককে হত্যার হুমকি

প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হককে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসান আজিজুল হকের ব্যক্তিগত ফোনে কল করে এ হুমকি দেওয়া হয়। কে বা কারা এ হুমকি দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এ ব্যাপারে এখনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলে জানা গেছে।

হুমকি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় হাসান আজিজুল হক বলেন, ‘আমার বয়স হয়ে গেছে। এ জীবন নিয়ে তারা (জঙ্গি/সন্ত্রাসী) আর কী করবে? আমার দুশ্চিন্তা হয় তরুণ প্রজন্মের জন্য, যারা আজ প্রগতির পক্ষে সরব।’

হাসান আজিজুল হক প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি।

হাসান আজিজুল হককে হত্যার হুমকির নিন্দা জানিয়েছেন প্রগতি লেখক সংঘের সাধারণ অধ্যাপক ড. রতন সিদ্দিকী। তিনি হাসান আজিজুল হকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

রাজশাহীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, অধ্যাপক হাসান আজিজুল হককে হত্যার হুমকির বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছেন।



মন্তব্য চালু নেই