হাসপাতালে না নিয়ে সাক্ষাৎকার নিচ্ছেন সাংবাদিক! (ভিডিও )

খবর সংগ্রহের জন্য সাংবাদিকদের দেশের এক প্রান্ত থেকে অপরপ্রান্তে ছুটে বেড়াতে হয়। সংবাদটিকে পাঠকের মনের কোনায় গেঁথে দেওয়াটাই সফল সাংবাদিকদের বৈশিষ্ট্য। সংবাদ সংগ্রহের সময় অবশ্যই সাংবাদিককে মানবিক বিষয়টি বিবেচনায় নিতে হয়। কিন্তু মধ্য আমেরিকার দেশ এল সালভেদরে এক সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গিয়ে উল্টো কাণ্ডটিই ঘটিয়েছেন। দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে তিনি তার সাক্ষাৎকার নিতে শুরু করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে টিভিও নোটিসিয়াস নামে দেশটির এক টিভি চ্যানেলে প্রচারিত সংবাদটির অংশ পোস্ট করা হয়েছে। এতে দেখা গেছে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে এক ব্যক্তি। এসময় ঘটনাস্থলে থাকা ওই সাংবাদিক আহত ব্যক্তির মুখের সামনে মাইক্রোফোন নিয়ে প্রশ্ন করেন কী হয়েছিল? ‘ট্রাকটা আমায় ধাক্কা মেরেছে, আমি আহত।’ পরের প্রশ্ন‘আপনি কি ট্রাকটিকে আসতে দেখেছিলেন?’যন্ত্রণায় কাতরানো ব্যক্তিটি বলেন, ‘না।’শেষ প্রশ্নটি করা হয়, ‘আপনি কোথায় যাচ্ছিলেন?

নিউজিল্যান্ড হেরাল্ড নামে একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ধারণা করা হচ্ছে , শেষ পর্যন্ত লোকটির মৃত্যু হয়েছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই