হাসপাতালগুলো যেন রেলস্টেশনের প্ল্যাটফর্ম : এরশাদ
তিনি রোববার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মিলনায়তনে স্বাস্থ্য কমিটির সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে সমস্যা আছে, বেডের চেয়ে রোগীর সংখ্যা বেশি। আবার রোগীর চেয়ে এটেন্ডেটের সংখ্যা বেশি।
এরশাদ বলেন, রোগীদের প্রতি সেবার মনোভাব নিয়ে চিকিৎসকদের কাজ করতে হবে। এরশাদ ক্ষোভ প্রকাশ করে বলেন, এখানে হাসপাতাল চত্বর এখন মাদকসেবী আর সন্ত্রাসীদের দখলে। এখানে লাশ নিয়ে বাণিজ্য চলে। হাসপাতালের পরিচালক আবদুল কাদের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেনসহ স্বাস্থ্য কমিটির সদস্যরা।
এর আগে এরশাদ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। তিনি জেলা স্বাস্থ্য কমিটির সভাপতি হিসেবে হাসপাতালের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেবেন বলে জানান।
এরপর দুপুরে তিনি রংপুর সদর হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
মন্তব্য চালু নেই