হারের পর যা বললেন বিমর্ষ আজহার

প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেছে পাকিস্তান। ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপের পর এই প্রথম বাংলাদেশের কাছে হারল পাকিস্তান, তা-ও আবার পরপর দুই ম্যাচে।

পাকিস্তানের ক্রিকেটে কলঙ্ক লাগল হঠাৎ নেতৃত্বের দায়িত্ব পাওয়া আজহার আলীর হাত ধরে। বলার অপেক্ষা রাখে না যে, তার মানসিক অবস্থা কেমন? আজহার এখন বিমর্ষ, ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তা তার চোখে-মুখে স্পষ্ট হয়ে উঠেছে।

তিনি বলেন, ‘আমি মনে করি, আমরা ভালো ব্যাট করতে পারিনি। বিশেষ করে প্রথমার্ধে। জয়ের জন্য ২৪০ রান যথেষ্ট নয়। তবে ওয়াহাব রিয়াজ ও সাদ নাসিম আমাদের ম্যাচে ফিরতে কিছুটা সাহায্য করেছিল। আমাদের দল তরুণ। নতুন করে গড়ে উঠছি। এই ভুল থেকে আমরা শিক্ষা নেব। আশা করি পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব। দলে ইনজুরি সমস্যাও বেশ প্রকট। এ ছাড়া বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় অবসর নিয়েছেন। আমরা তরুণদের ওপর আস্থা রাখতে চাই। তারা অবশ্যই নিজেদের মেলে ধরবে।’



মন্তব্য চালু নেই