ঐতিহাসিক জয়ের পর মাশরাফি যা বললেন…

নিষেধাজ্ঞার কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি মাশরাফি বিন মুর্তজা। তবে সেই ম্যাচে তার অভাব মোটেই বুঝতে দেননি তামিম-মুশফিক-সাকিবরা।

প্রথম ম্যাচে মাশরাফির পরিবর্তে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের হাত ধরে ১৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে জয়ের মুখ দেখে বাংলাদেশ। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাসটা ধরা দিল মাশরাফি বিন মুর্তজার হাত ধরে। বাংলাদেশের ক্রিকেটভক্তরা তাকে মনে রাখবেন। এ কথা বলার অপেক্ষা রাখে না যে, মাশরাফি এখন উচ্ছ্বসিত।

শুধু মাশরাফি কিংবা তার সতীর্থরা নয়, বাংলাদেশের ষোলো কোটি মানুষ এখন আনন্দের জোয়ারে ভাসছে। মাশরাফির কথাতেই তা স্পষ্ট। টাইগার দলপতি বলেন, ‘দলের খেলোয়াড়রা অনেক বেশি আনন্দিত। কাজটি কিন্তু এখনই শেষ হয়ে যায়নি। আগামীতে আরো ভালো খেলবে। সাকিবের নেতৃত্বে প্রথম ম্যাচে ভালো করেছিল টাইগাররা। তবে এই ম্যাচটিকে আমি বলব, পারফেক্ট ম্যাচ। মুশফিক-তামিম যে কাজটি করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।’

সবশেষে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে মাশরাফি বলেন, ‘বিশ্বকাপে আমরা অস্ট্রেলিয়ায় খেলেছি। বাংলাদেশে থেকেও আপনারা আমাদের উৎসাহ জুগিয়েছেন। এটা আমরা ভুলব না। আগামীতেও আমাদের পাশে থাকবেন। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।’



মন্তব্য চালু নেই