হারের পর যা বললেন বিধ্বস্ত গম্ভীর

আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তারা প্রথম রাউন্ড থেকেই বিদায় নিবে তেমনটি হয়তো ভাবেনি কেউ। তবে বাস্তবতা বেশ কঠিন। রাউন্ড রবিন লিগের শেষ দুটি ম্যাচে হেরে যাওয়ায় তাদের বিদায় নেওয়াটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শেষ ম্যাচে শনিবার রাজস্থান রয়েলসের কাছে ৯ রানের ব্যবধানে হেরেছে গৌতম গম্ভীরের দল।

ম্যাচে শেষে উপস্থাপক প্রথমে ডেকে নেন গম্ভীরকে। নিজের হতাশা লুকাতে হাসার চেষ্টা করেন তিনি। কিন্তু সেই হাসি গম্ভীরের চোখে-মুখের ব্যর্থতা ও বিধ্বস্তার ছাপকে ঢাকতে পারেনি। উপস্থাপকের করা প্রশ্নের জবাবে বিধ্বস্ত গম্ভীর বলেন, ‘আসলে আমাদের ভাগ্য আমাদের হাতেই ছিল। তবে সেটা আমরা গুলিয়ে ফেলেছি। রাজস্থান রয়েলস কৃতিত্ব পাওয়ার যোগ্য। ১৯৯ রান যেকোনো উইকেটে কঠিন একটা টার্গেট। শেন ওয়াটসন যেভাবে ব্যাট করেছে তাতে সেও কৃতিত্ব পাওয়ার যোগ্য। তবে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা নিয়মিত যেভাবে রান পেয়েছে সেভাবে পেলে এই ম্যাচও জেতা সম্ভব ছিল।’

তিনি আরো বলেন, ‘১৭০-১৮০ রান আদর্শ সংগ্রহ হতে পারত। আমরা জানতাম যে ম্যাচটি হাই স্কোরিং ম্যাচ হবে। পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখবেন সবগুলো দলই বেশ যোগ্য। এটা আসলে খুবই প্রতিদ্বন্দ্বিপূর্ণ একটি লিগ। আমরা পুরো টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলার চেষ্টা করেছি। তবে কিছু কিছু ম্যাচ আমাদের জেতা উচিত ছিল। সেটা সম্ভব না হওয়ায় আমরা আজ এই অবস্থানে এসেছি। এটা আসলেই খুব কঠিন একটা বিষয়। তবে বিষয়গুলোকে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।’



মন্তব্য চালু নেই