হারলেও ব্যাট হাতে জীবনের সেরা ইনিংস খেললেন সেই মহিলা ক্রিকেটার

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই দলের বাইরে ছিলেন শারমিন আক্তার সুপ্তা। তাই তার ব্যাটে ধার কমে যাওয়ারই কথা। কিন্তু তা না হয়ে বরং সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে জীবনে সেরা ইনিংস খেললেন বাংলাদেশ মহিলা দলের এই ক্রিকেটার।

দীর্ঘ দিন পর ঘরের মাঠে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়েই অবশেষে দলে ফিরে শনিবার পেলেন ক্যারিয়ারে দ্বিতীয় হাফসেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলেও তিনি খেলেছেন ৭৪ রানের ঝকঝকে এক ইনিংস। যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ সংগ্রহ। ১২৭ বলে ১০ চারে তিনি তার ক্যারিয়ার সেরা ইনিংসটিকে সাজিয়েছেন।

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া শারমিন অভিষেক ম্যাচেই খেলেন ৫২ রানের ইনিংস। ওই বছর নভেম্বরে বিকেএসপিতে আয়ারল্যান্ডের মেয়েদের বিপক্ষে প্রথম হাফসেঞ্চুরিটি পেয়েছিলেন।

দুর্ভাগ্যজনক হলেও সত্য প্রথম ম্যাচে হাফসেঞ্চুরি করেই হয়েছিলেন রানআউট। ঠিক একইভাবে শনিবার ৭৪ রানের ইনিংস খেলে সেই রান আউটের শিকারই হলেন শারমিন!



মন্তব্য চালু নেই