হাতিয়ায় ২০ লাখ চিংড়ি পোনাসহ ৭ জেলে আটক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুই হাজার মাটির পাতিল থেকে ২০ লাখ চিংড়ি পোনা সহ ৭ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। ১১টার দিকে মেঘনা নদীর বদনারচর এলাকা থেকে পোনাগুলো জব্দ করা হয়। আটককৃত জেলেরা হলেন, সিরাজ (৩০), বাবর (২৯), সাহাব উদ্দিন (৩০), জসিম উদ্দিন (৩৩), সোহেল (২৮), ইসমাইল হোসেন (৩৩) ও বাহার উদ্দিন (৩০)।

হাতিয়া কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে. রাশেদের নেতৃত্বে মেঘনা নদীতে অভিযান চালানো হয়। অভিযানকালে বদনারচর এলাকায় ‘এমভি লিপন’ নামের একটি ট্রলারে অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ চিংড়ি পোনা সহ ৭ জেলেকে আটক করা হয়।

মঙ্গলবার হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. রাশেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত জেলেরা ট্রলার যোগে চিংড়ি পোনাগুলো বিক্রির জন্য খুলনা নিয়ে যাচ্ছিল। জব্দকৃত পোনাগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে হাতিয়া চ্যানেলের মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে। আটককৃত ৭ জেলেকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য চালু নেই