হাতিয়ায় জমি বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারায় জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে গিয়াস উদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ প্রতিবেশী সৌরভ ও তার পরিবারের লোকজন। রোববার সকালে জাহাজমারা ইউনিয়নের দক্ষিণ সুখচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গিয়াস উদ্দিন দক্ষিণ সুখচর গ্রামের মহব্বত হোসেন মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ সুখচর গ্রামের পাশাপাশি দুই বাড়ির বাসিন্দা গিয়াস উদ্দিন ও সৌরভের মধ্যে জমি-সংক্রান্ত ও বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে রোববার সকালে সৌরভ মিয়ার বাড়ির রাস্তার উপর পানি জমে থাকায় চলাচলে অসুবিধা হওয়ায় পাশ্ববর্তী বাড়ির গিয়াস উদ্দিন রাস্তা কেটে দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। এতে সৌরভ ক্ষিপ্ত হয়ে রাস্তা কাটার বিষয় নিয়ে গিয়াস উদ্দিনের সাথে বাকবিন্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে সৌরভসহ তার পরিবারের লোকজন গিয়াস উদ্দিনকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় গিয়াস উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষনা করেন। হাতিয়া থানার ওসি আবদুল মজিদ জানান, নিহত গিয়াস উদ্দিনের লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করলে আইনগত সকল ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য চালু নেই