হাতিয়ায় আগুন পুড়ে ৭ দোকান ছাই

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়নের নলেরচর গ্রামের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৭টি দোকান ও ২টি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে স্থানীয় কিল্লার বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বুধবার রাতে বাজারের দোকানগুলো বন্ধ কওে নিজ নিজ বাড়ীতে চলে যায় ব্যবসায়ীরা। পরে সকালে স্থানীয় লোকজন বাজারের কয়েকটি দোকানে আগুন জ্বলতে দেখে এগিয়ে এসে নিয়ন্ত্রণ করে।

এরআগেই বাজারের ৭টি দোকানের মূল্যবান মালামাল ও দুইটি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সৌরবিদুতের মেশিন বিষ্ফোরণ হয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।



মন্তব্য চালু নেই