হাতির পর এবার বাংলাদেশে ঢুকে পড়েছে ভারতীয় হনুমান
ভারতীয় হাতি বাংলাদেশে ঢুকে ‘বঙ্গবাহাদুর’ হয়ে মরার পর এবার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে ভারতীয় একটি হনুমান। লোকজনের ভিড় দেখে ভয়ে সে অবস্থান নিয়েছে একটি তেঁতুল গাছের মগডালে।
বুধবার সকালে দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা সীমান্ত অতিক্রম করে হনুমানটি বাংলাদেশে প্রবেশ করে। এ সময় হনুমানটি স্থানীয় একটি জঙ্গলের গাছে অবস্থান করে। বিষয়টি জানতে পেয়ে এলাকাবাসীসহ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা দেখার জন্য সেখানে ভিড় জমান।
গতকাল সকালে লোকজনের ভয়ে হনুমানটি অবস্থান নেয় একটি মোবাইল ফোনের টাওয়ারে। দুপুরে আবার স্থানীয় এক মন্দিরের পাশের গাছে অবস্থান করছিল। শত শত লোকের ভিড়ে হনুমানটি অবস্থান বদলিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে।
বিরামপুরের ইউপি সদস্য আবদুর রাজ্জাক জানান, বুধবার সকালে সীমান্তে তিনটি হনুমান অবস্থান করে।
মন্তব্য চালু নেই