হাটহাজারীতে থানায় অনুষ্টিত হলো ওপেন হাউস ডে

মোঃ নুর মালেক, হাটহাজারী(চট্টগ্রাম) প্রতিনিধি : গ্রাম্য পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সাংবাদিকসহ বিভিন্ন সরকারী বেসরকারি কর্মকর্তাদের উপস্থিতে সম্পন্ন হল প্রতি মাসের ধারাবাহিকতায় ওপেন হাউস ডে।

হাটহাজারী মডেল থানায় ৯ জানুয়ারি ওসি তদন্ত মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্তে ওপেন হাউস ডে অনুষ্ঠানে গ্রাম্য পুলিশরা তাদের বিভিন্ন সমস্যা ও দুর্দশার কথা তুলে ধরেন, যথাক্রমে গ্রাম্য পুলিশের বেতন খুবই সামান্য মাত্র ৩ হাজার যা সরকার ১হাজার ৫ শত এবং পরিষদ ১ হাজার ৫ শত টাকা দেয় তাও আবার ৩/৪ মাস পর পর, অন্যদের মত মাসে মাসে যথা সময়ে তারা বেতন পায়না অথচ ঠিকই তারা দিনরাত খাটেন বলে জানায় অনুষ্ঠানে।

গ্রাম্য পুলিশের পোষাক তথা ইউনিফর্মের ব্যাপারে বলেন, অনেক সময় তাদের গায়ে নির্ধারিত পোষাকটি যথাযত না হওয়া স্বত্তেও কষ্ট করে পড়তে হয়।

অন্যান্য চাকরিজীবীদের বিভিন্ন সুযোগ সুবিধা, ভাতা, ঔষধ, যাতায়াত খরচ থাকলেও তাদের নেই কিন্তু তারাই ইউনিয়নের বড় বড় অপরাধ কিংবা অপরাধীদের ধরতে জীবনের ঝুঁকি নিয়ে প্রশাসনকে সাহায্য করে।

উপ পরিদর্শক জিয়া উদ্দিনের সঞ্চালনায় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের বক্তব্যে উপজেলার মাদক নিয়ন্ত্রন, অপরাধীদের গ্রেফতার, থানায় কিছু রাজনৈতিক ব্যাক্তিদের পুলিশকে দলের নাম ব্যাবহার করে বিভ্রান্ত, জঙ্গি ও অপরাধ দমনে ভাড়াটিয়ার সঠিক তথ্য দানে প্রশাসনকে সার্বিক সহযোগীতা, আপামর জনতাকে পুলিশের সার্বিক সহযোগীতা, অপরাধীদের তথ্যদান কারীদের পরিচয় গোপনীয়তা, কোন পুলিশ কারো গোপনীয় তথ্যদান কারীর পরিচয় প্রকাশে সত্যতা পেলে তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি উঠে আসে।

রাত ৮ টা হতে ওপেন হাউস ডে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন হাটহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামিম, মোঃ মুজিবুর রহমান, মোঃ আহসান লাভু, পৌরসভার সাবেক চেয়ারম্যান মোঃ আলি আজম, নবাগত পুলিশ পরিদর্শক মোঃ কামাল উদ্দিন, সাংবাদিক মোঃ আতাউর রহমান,মোঃনুর মালেক, মোঃ বোরহান উদ্দিন, মোঃ আলমগীর হোসেন, রাজনৈতিক মোঃ মুহিবুল ইসলাম, মোঃ কামাল প্রমুখ।



মন্তব্য চালু নেই