হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইন অনুমোদন

হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইন, ২০১৬ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বড় কোনো পরিবর্তন নেই। ইংরেজি থেকে বাংলায় হালনাগাদ করা হয়েছে। প্রতিষ্ঠানপ্রধান হিসেবে এখন পরিচালক পদটি মহাপরিচালক করার প্রস্তাব করা হয়েছে। আর কমিটি পুনর্গঠন করা হয়েছে।’

এ ছাড়া, একই দিন বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১৬ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬ এর খসড়ারও নীতিগত অনুমোদন দেওয়া হয়।



মন্তব্য চালু নেই