হল বন্ধের প্রতিবাদে বেরোবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-মিছিল

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে হল বন্ধের প্রতিবাদে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদলয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সবাবেশ করেছেন।
রবিবার দুপুর ১২ টার দিকে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কবি হেয়াত মামুদ ভবনের সামনে এসে শেষ হয়।
সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী মোর্শেদ জামিল ক্ষোভ প্রকাশ করে বলেন,‘বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় হল বন্ধ রাখে না। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা না করেই এই অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছেন।’
তিনি আরো বলেন, ‘যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের এ সিদ্ধান্ত থেকে সরে না আসেন তবে আমরাও হল ত্যাগ করবো না।’এসময় ছাত্র ইউনিয়নের সভাপতি এলমিনা মনি সাধারণ শিক্ষার্থীদের সাথে একমত প্রকাশ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মেয়েদের একটি ও ছেলেদের দুটিসহ মোট তিনটি হলে প্রায় ১০০০ শিক্ষার্থী থাকেন। আর ভর্তি পরীক্ষার সময় হল বন্ধ রাখলে এই শিক্ষার্থীরা কোথায় থাকবেন সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটু ভেবে দেখা উচিত। অন্যথায় এ অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’
তিনি আরো বলেন,‘হলে ধার্যকৃত অতিরিক্ত ফি প্রত্যাহার করতে হবে ।’
প্রগতিশীল ছাত্রজোটের সভাপতিও একমত পোষণ করে বলেন,‘ আমাদের কাছে অনেক ছোট ভাই-বোন পরীক্ষা দেওয়ার জন্য আসবেন। যেখানে আমরাই হলে থাকছে পারছি না, সেখানে ছোট ভাই-বোনরা এসে কোথায় থাকবে তা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ভেবে দেখা উচিত।’
বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট কমলেশ চন্দ্র রায় বলেন, ‘এটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সিদ্ধান্ত। কাজেই তিনি যা বলবেন তাই আমাদেরও মানতে হয়।’
উল্লেখ্য যে, গত ১১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় আসন্ন ৬, ৭, ৮ ও ১০ ডিসেম্বর সম্মান (স্নাতক) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আগামী ৪ থেকে ১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের হলসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।



মন্তব্য চালু নেই