হরতালে যাত্রীবাহী বাসে হাতবোমা নিক্ষেপ

২০ দলের ডাকা টানা ৭২ ঘণ্টার উত্তাপহীন হরতালের দ্বিতীয় দিন সোমবার রাজধানীর কোথাও বিএনপি কিংবা জোট নেতাকর্মীদের মিছিল-পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। তবে কঠোর নিরাপত্তার মধ্যেই প্রেসক্লাবের পাশে কদম ফোয়ারার সামনে বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পরপর দু’টি হাতবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

সোমবার বেলা ২টার কিছু পরে এ ঘটনা ঘটে। প্রেসক্লাবের সামনে কর্তব্যরত শাহবাগ থানার এসআই মোশারফ  তথ্য নিশ্চিত করেছেন।

এসআই মোশারফ জানান, কয়েক জন দুর্বৃত্ত মিরপুরগামী বাহন পরিবহনের একটি বাস লক্ষ্য করে পরপর দু’টি হাতবোমা নিক্ষেপ করে।

এ ঘটনায় হতাহতের কোনো তথ্য এখনো পাওয়া না গেলেও হামলার পরপর পুরো পল্টন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।



মন্তব্য চালু নেই