হরতালের সমর্থনে সাভারে দুটি বাসে আগুন
সাভারের বলিয়ারপুরে হরতালের সমর্থনে শ্যামলী পরিবহনের দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এন আর সিএনজি ফিলিং স্টেশনে এঘটনা ঘটে।
পুলিশ বলছে, গভীর রাতে শ্যামলী গ্রুপের এন আর সিনজি ফিলিং ষ্টেশনে শ্যামলী পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টা করে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় পুরো বাস দুটি আগুনে পুড়ে যায়। বাস দুটিতে যাত্রী না থাকায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনা স্থল পরিদর্শন করেছে।
এদিকে আজ জামায়াতের হরতাল থাকায় হরতালকারীরা বাস দুটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন শ্যামলী গ্রুপের কর্মকর্তারা।
বিষয়টি নিশিচত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন বাসে আগুন দেওয়ার খবর শুনে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে । কারা বাস দুটিতে আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য চালু নেই