হরতালেও চলবে জাতীয় লিগ

১৬তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে রোববার। ঢাকা, ফতুল্লা ও বিকেএসপির দুটি ভেন্যুতে লিগের এ রাউন্ডের খেলাগুলো অনুষ্ঠিত হবে। চলমান রাজনৈতিক হরতাল-অবরোধে দেশের অচলাবস্থার মধ্যেও নির্ধারিত সময়েই খেলাগুলো শুরু করা হবে।
এ ক্ষেত্রে ক্রিকেটারদের বিশেষ নিরাপত্তায় যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। এমনকি খেলা চলাকালিন সময়ে মাঠেও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বিসিবিরি কর্মকতারা। তবে নিরাপত্তা শঙ্কার কারণে ফতুল্লা আউটার গ্রাউন্ডের ম্যাচটি ঢাকার মিরপুর সরিয়ে আনা হয়েছে। অর্থাৎ লিগের দ্বিতীয় রাউন্ডের খেলায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ।
এছাড়া ফতুল্লায় ঢাকা মেট্টো ও ঢাকা বিভাগ, বিকেএসপির ২ নাম্বার মাঠে খুলনা ও বরিশাল বিভাগ এবং বিকেএসপির ৩ নাম্বার মাঠে মুখোমুখি হবে রংপুর ও সিলেট বিভাগ।
উল্লেখ্য, লিগের প্রথম রাউন্ডের খেলায় ঢাকা বিভাগ ইনিংস ও ৪১৩ রানের বিশাল ব্যবধানে হারায় বরিশাল বিভাগকে। খুলনা বিভাগ ইনিংস ও ১৭৮ রানে হারায় সিলেটকে। এছাড়া ঢাকা মেট্টো রাজশাহীকে ২৮৫ ও রংপুর ২২৫ রানে হারায় চট্টগ্রাম বিভাগকে।



মন্তব্য চালু নেই